1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
সুখবরঃ শিক্ষকদের জন্য বিরাট সুখবর - ২৪ ঘন্টাই খবর

সুখবরঃ শিক্ষকদের জন্য বিরাট সুখবর

  • আপডেট করা হয়েছে: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪০ বার পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিরাট সুখবর দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। তিনি জানিয়েছে, আগে কোনো কারণে কোনো

বেসরকারি শিক্ষক চাকরিকাল পূর্ণ না করে অব্যাহতি পেলে বা পদত্যাগ করলে কোনো টাকাই পেতেন না। কিন্তু এখন থেকে কোনো শিক্ষক পদত্যাগ করলে বা অব্যাহতি নিলে তিনি

যত বছর (দশ বছরের বেশি) চাকরি করেছেন তত বছরের অবসর সুবিধার টাকা পাবেন। তিনি আরও জানিয়েছেন, এতোদিন শিক্ষকরা দুই বা ততোধিক প্রতিষ্ঠানে

চাকরি করলে ও এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে এমপিওভুক্তির ক্ষেত্রে এক বছরের বেশি সময় বিরতি থাকলে বিধান অনুযায়ী শুধু সর্বশেষ প্রতিষ্ঠানের কর্মকাল অনুযায়ী

অবসর সুবিধার টাকা পেতেন। কিন্তু এ বিধান বাতিল করা হয়েছে। এখন থেকে শিক্ষকরা একাধিক প্রতিষ্ঠানে কর্মরত থাকলে শুধু এমপিও বিরতির সময়টুকু বাদে পুরো চাকরির সময়ের

অবসর সুবিধা পাবেন। একান্ত আলাপচারিতায় এসব তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com