1. skarman0199094@gmail.com : Sk Arman : Sk Arman
  2. atikurrahman0.ar@gmail.com : MD : MD Atikurrahaman
  3. Mijankhan298@gmail.com : Mijankhan :
  4. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  5. rujina666666@gmail.com : Rujina Akter : Rujina Akter
  6. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  7. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

আমি নিজেও মুসলিম হয়েও, ইসলাম অবমাননা করার মতো সাহস আমার নেই, তাই টিজার ডিলিট: কমান্ডো মুভি পরিচালক

  • প্রকাশিত: ০৯:০৬ pm | মঙ্গলবার ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৯০ বার পঠিত

বিজয়ের বাংলা:আমি নিজেও মুসলিম হয়েও, ইসলাম অবমাননা করার মতো সাহস আমার নেই, তাই টিজার ডিলিট: কমান্ডো মুভি পরিচালক। সরিয়ে নেওয়া হলো কলকাতার দেব অভিনীত বাংলাদেশি সিনেমা কমা’ন্ডোর টিজার। ২৫ ডিসেম্বর দেবের জ’ন্মদিন উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছিল টিজারটি। প্রকাশের পরই

টিজারে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। গত সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বিতর্কের মুখে টিজারটি সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান। বিতর্ক প্রসঙ্গে প্রযোজক সেলিম খান বলেন, টিজারের একটি দৃ’শ্য দেখে বলে দেওয়া যায় না সিনেমার পুরো গল্প কী হবে!

আমি নিজেও একজন মুসলিম। চাঁদপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি। সেখানের ৯৫ শতাংশ লোক মুসলিম। তারা জানেন আমাকে। আমি নিজের টাকায় সেখানে একটি মসজিদও করছি। তাই ইসলামকে অবমাননা করার মতো স্প’র্ধা বা সাহস আমার নেই। কমা’ন্ডো নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন প্রযোজক। টিজার সরানো প্রসঙ্গে

নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী। তিনি লিখেন, সারাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা টিজারের কিছু অংশে ক’ষ্ট পেয়েছেন। আমি বা আমার প্রযোজক তাদের বলতে চাই, আমাদের কোনও উদ্দেশ্য ছিল না পবিত্র কালেমা কিংবা ইসলামের অবমাননা। পুরো ছবিটা

দেখলে সবাই বুঝতে পারত আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। রনীর দাবি, আমি বা আমার প্রযোজক মুসলিম। ইসলামের অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বে আঘাত করায় আমি, আমার টিম দুঃখ ও ক্ষ’মা প্রকাশ করছি এবং তাদের বক্তব্যের

প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কমান্ডোর টিজার রিমুভ করে দিচ্ছি। শিগগিরই আমরা নতুনভাবে সম্পাদনা করে নতুন টিজার প্রকাশ করব বলে জানান শাপলা মিডিয়ার কর্ণধার ও সিনেমার প্রযোজক সেলিম খান।

নিউজটি শেয়ারের অনুরোধ রইলো

এই বিভাগের আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯-২০২১ 'বিজয়ের বাংলা'
Developed by  Bijoyerbangla .Com
Translate to English »