1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
'ভাবি' পরিচয়ে নারীকণ্ঠই যুবকের মূল অস্ত্র, অতপর যা ঘটে! - ২৪ ঘন্টাই খবর

‘ভাবি’ পরিচয়ে নারীকণ্ঠই যুবকের মূল অস্ত্র, অতপর যা ঘটে!

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৩৩৮ বার পঠিত

ভাবি পরিচয়ে নারীকণ্ঠই তার মূল অস্ত্র। পুরুষ হয়েও অবিকল নারীকণ্ঠে কথা বলতে পারায় অবাক গোয়েন্দা পুলিশের সদস্যরা। কোনোরকম প্রযুক্তির সহায়তা ছাড়াই এমনটা করে হাতিয়ে নিয়েছেন বিপুল অংকের টাকা। গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের স্ত্রী

সেজে ফোন করেন অধস্তন কর্মীদের। স্বল্প সময়ের জন্য টাকা ধার চাইতেন তিনি। একই অপরাধে ১০ মাস জেলে কাটিয়ে আবারও আগের পেশায় জড়িয়েছেন টাঙ্গাইলের মেহেদী হাসান। এবারও ধরা পড়েছেন ডিবি’র জালে। সরাসরি না দেখে কণ্ঠ শুনলে তাকে ভাবি হিসেবে যে

কেউ ধরে নেবেন তাতে সন্দেহের অবকাশ নেই। প্রতারণার পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সর্ম্পকে খোঁজ খবর নিতেন মেহেদী হাসান। সংগ্রহ করতেন প্রতিষ্ঠানে কর্মরত অধস্তন কর্মীদের মোবাইল ফোন নম্বর। পরে ফোন করে ভাবি পরিচয়ে টাকা

ধার চাইতেন। পরিচয় যাচাই না করে অনেকেই টাকা দিয়ে দেন।প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করেছে। নারী ভেবে তাকে গ্রেপ্তার করতে গিয়ে পুরুষ দেখে অবাক হয়েছেন ডিবি পুলিশের সদস্যরাও। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০

সালের জানুয়ারিতে একই অপরাধে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ১০ মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে আবারও সেই পুরানো কায়দায় শুরু করেছিলেন প্রতারণা। এর আগে তিনি সিলিং মিস্ত্রী হিসেবে কাজ করতেন। প্রথম প্রথম বন্ধুদের সঙ্গে নারীকণ্ঠে কথা বলে বোকা বানাতেন। পরে রপ্ত করা এ বিদ্যা কাজে লাগাতে শুরু করেন প্রতারণার কাজে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম

কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, যাকে ফোন দিচ্ছে টাকা ধার নেওয়ার জন্য তারা সতর্ক হন। যখন সচিবের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে, তখন সেই মন্ত্রণালয়ের খোঁজখবর নেন। সচিবের স্ত্রী পরিচয় পেলে আপনারা টাকা পাঠিয়ে দেন তাহলে তো আপনার প্রতারক চক্রের কবলে পড়বেনই। যাচাই করার পরামর্শ রইল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com