1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজ:দাদি হলেন কণ্ঠশিল্পী মমতাজ! - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজ:দাদি হলেন কণ্ঠশিল্পী মমতাজ!

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৯১৪ বার পঠিত

কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজের পরিবারে খুশির বন্যা বইছে। পরিবারের এক’জন সদস্য বাড়লো, তার সঙ্গে যুক্ত হলো নতুন এক পরিচয়। সেই খুশির খবর মমতাজ নিজেই দিয়েছেন সবাইকে। জনপ্রিয় এই সংগীতশিল্পী গতকাল (সোমবার) দুপুরে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানালেন তার দাদি হওয়ার খবর।সোমবার দুপুরে ফেসবুকে মমতাজ লিখেছেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁ’দের আলো। আমার একটা

নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’ অন্যদিকে তার ছেলে মেহেদী খান লিখেছেন, ‘আমি দারু’ণ একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’গতকাল দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অ’স্ত্রোপচার করেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। জানা গেছে, বর্তমানে মা এবং মেয়ে সুস্থ

আছেন। উল্লেখ্য, মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দে’ওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয় ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি। প্রথম সন্তানের জনক এবং জননী হলেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com