1. atikurrahman0.ar@gmail.com : MD : MD Atikurrahaman
  2. Mijankhan298@gmail.com : Mijankhan :
  3. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  4. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  5. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

৩ দিন ধরে খাটে পড়ে আছে মৃত ছেলের লাশ,মাটতে পড়ে আছে মা !

  • প্রকাশিত: ০৯:৩০ pm | বুধবার ৭ অক্টোবর, ২০২০
  • ১০৪৮ বার পঠিত

বিজয়ের বাংলা ডেক্স:-৩ দিন ধরে খাটে পড়ে আছে মৃত ছেলের লাশ,মাটতে পড়ে আছে মা !

এ ভাবেই মাটিতে পড়ে ছিলেন অশক্ত গৌরীদেবী। বিছানায় ছেলে পার্থসারথি ঘোষের দেহ। শুক্রবার। নিজস্ব চিত্র

ছেলেই ছিলেন তাঁর একমাত্র অবলম্বন। কিন্তু সেই ছেলের দেহ পড়ে রয়েছে বিছানার উপরে। আর বিছানার পাশে

মেঝেতে মুখ গুঁজে পড়ে আছেন মা। গুমোট ঘরের ভিতরে কটু গন্ধে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকাও দায়।

কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা নয়, দিন তিনেক গরমের মধ্যে ওই ভাবেই মৃত ছেলের পাশে পড়ে ছিলেন মা।

তেমনই জানিয়েছেন তিনি। খাবার তো দূর, এক ফোঁটা জলও খেতে পাননি। কারণ, তিনি পক্ষাঘাতগ্রস্ত।

নড়াচড়ারও ক্ষমতা নেই। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের অনুমান, ছেলের মৃত্যুর খবর জানানোর জন্য খাট থেকে