1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
তিস্তার ৪৪টি গেট খুলে দিয়েছে ভারত লালমনিরহাট ও নীলফামারীতে পানি বিপৎসীমার ওপরে, রেড এলার্ট জারি - ২৪ ঘন্টাই খবর

তিস্তার ৪৪টি গেট খুলে দিয়েছে ভারত লালমনিরহাট ও নীলফামারীতে পানি বিপৎসীমার ওপরে, রেড এলার্ট জারি

  • আপডেট করা হয়েছে: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১১০৭ বার পঠিত

বিজয়ের বাংলা:
ভারতে তিস্তা ব্যারেজের গজলডোবা অংশের সবগুলো গেট খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশ বিভিন্ন অংশে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে এ’খন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। “তিস্তার পানি এখন ৭০ সেন্টিমিটারের বেশি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একারণে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে,” নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউ-দৌলা বিবিসিকে জানিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের তিস্তা ব্যারেজে যে ফ্লাড বাইপাস আছে,মানে নদীতে পানির প্রবাহ বেড়ে

বিপৎসীমা ছাড়ালে ওই বাইপাস খুলে যায়, সেটি ভেসে গিয়েছে।” মি.দৌলা বলেছেন, মঙ্গলবার রাত ১০টার পর থেকে নদীতে পানি বাড়তে থাকে। আজ বুধবার সকাল ৬টার সময় প্রথম বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে। “ভারতীয় অংশে গত কয়েকদিন প্রচুর

বৃষ্টিপাত হওয়ার কারণে পানি বিপৎসীমার ওপরে উঠে যাওয়ায়, তারা তিস্তা ব্যারেজের গজলডোবার ৪৪টি গেট খুলে দিয়েছে। যে কারণে আমাদের এখানে হঠাৎ এমন পানি বৃদ্ধি ঘটেছে,” তিনি বলেন।তিস্তা নদীর তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে। ‘এমন পানি বৃদ্ধি বা বন্যার আশংকা অস্বাভাবিক

ঘটনা’ এদিকে, লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর বিবিসিকে বলেছেন, বছরের এই সময়ে হঠাৎ করে এমন পানি বৃদ্ধি বা বন্যার আশংকা অস্বাভাবিক ঘটনা। তিনি জানিয়েছেন, লালমনিরহাটের তিনটি উপজেলার অনেকগুলো গ্রাম, বিশেষ করে তিস্তার চর এলাকাগুলোতে

ইতিমধ্যেই প্লা’বিত হয়েছে। সাধারণত তিস্তার পানির প্রবাহ ৫২.৬ সেন্টিমিটার পর্যন্ত স্বাভাবিক বিবেচনা করা হয়। পানির প্রবাহ ওই সীমার ওপরে গেলে তাকে বিপৎসীমা বিবেচনা করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার রাতে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।সূত্র-বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com