বিজয়ের বাংলা:
বাগেরহাটের মোংলায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মাকড়ঢোন এলাকা থেকে তাকে আটক করা
হয়। এর আগে,গত মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা জানান,গত মঙ্গলবার বিকেলে ব্লেড হাতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন তার বাবা। এর আগের দিনও একই আচরণ করেন তিনি। মঙ্গলবার
কাজ শেষে বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ অবস্হায় এবং রক্তাক্ত দেখতে পান কিশোরীর মা। এরপর সব কিছু মায়ের কাছে খুলে বলে ভুক্তভোগী কিশোরী। বিষয়টি জানাজানি হলে বুধবার দুপুরে পুলিশকে জানানো হয়। এরপর এই ঘটনায় বিকেলে
মাকড়ঢোন এলাকা থেকে অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। কিশোরীর মা বলেন,
দুদিন ধরে মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছেন তার বাবা। মেয়ের গলায় ব্লেড ধরে ভয় দেখিয়ে এই কাজ করেন তিনি। বিষয়টি জেনে তাকে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করেন। পরে স্বীকার করে বলে ‘আমার ভুল হয়েছে’। আমি এ ঘটনার বিচার চাই।