1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মন্দিরে কোরআন রাখায় জড়িত ইকবাল সন্দেহে কক্সবাজারে একজন আটক - ২৪ ঘন্টাই খবর

মন্দিরে কোরআন রাখায় জড়িত ইকবাল সন্দেহে কক্সবাজারে একজন আটক

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৯১৩ বার পঠিত

বিজয়ের বাংলা:
কুমিল্লার মন্দিরে কোরআন রাখার ব্যাপারে ইকবাল নামে একজনকে চিহ্নিত করেছে পুলিশ।কুমিল্লায় মন্দিরে কোরআন অবমাননার ঘটনায় জড়িত ইকবাল হোসেন সন্দেহে ১ জনকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে আটক করা

হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক করার পর রাতেই কুমিল্লায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম।  তিনি জানান, রাতে ইকবাল হোসেনের মতো একজনকে সৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় জেলা পুলিশের একটি দল আটক করে।

তাকে রাতেই কুমিল্লা পুলিশের হাতে তুলে দেয়া হবে। কুমিল্লা জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানাবেন বলে জানিয়েছেন তিনি। গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ এবং হামলার

ঘটনা ঘটে। ঘটনার জেরে ওইদিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের মন্দিরে হামলা চালানো হয়। এতে পুলিশের সাথে সংঘর্ষে ০৫ জন নিহত হয়। পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির,

মণ্ডপ এবং দোকানপাটে হামলা-ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুইজন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ

করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকে চিহ্নিত করে বলে জানিয়েছে পুলিশ।সূত্র-নয়াদিগন্ত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com