1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, ৩ বাংলাদেশী আহত - ২৪ ঘন্টাই খবর

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, ৩ বাংলাদেশী আহত

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬৯০ বার পঠিত

বিজয়ের বাংলা: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।

এডেনভিত্তিক ইয়েমেন সরকারকে সহায়তাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট আরব কোয়ালিশনের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল তুরকি আল-মালিকি জানান, ইয়েমেন থেকে দুই সশস্ত্র ড্রোন হামলার জন্য বিমানবন্দরের ওপরে এলে তা গুলি করে নামায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

এই সময় গুলি করে নামানো ড্রোনের খণ্ডিত অংশের আঘাতে ছয় সৌদি যাত্রী ও বিমানবন্দরের কর্মী, তিন বাংলাদেশী কর্মী ও এক সুদানি কর্মী আহত হন।

বিগ্রেডিয়ার জেনারেল আল-মালিকি বেসামরিক লোক ও লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য হাউছিদের ‘অনৈতিক অনুশীলনের’ নিন্দা করেন। একইসাথে বেসামরিক বিমানবন্দরে হামলার জন্য হাউছিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com