1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
রাজু হত্যার রায় ৫ জনের ফাঁসির আদেশ - ২৪ ঘন্টাই খবর

রাজু হত্যার রায় ৫ জনের ফাঁসির আদেশ

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৭৫১ বার পঠিত

বিজয়ের বাংলা: রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন বিচারক অনুপ কুমার সাহার আদালত।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রম্ভপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু।

সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ মার্চ রাতে রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলার দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাজু আহম্মেদ খুন হন। তার বাড়ি বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে।

এ ঘটনায় রাজুর বাবা এরশাদ আলী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

এরপর দীর্ঘ পক্রিয়া শেষে হত্যায় জড়িতদের আজ আদালত ফাঁসির আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com