দেশের ৮১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৮১টি ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে চলছে ভোটগ্রহণ।
এর আগে ভোটগ্রহণ করতে গতকাল বুধবার সকালেই কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এসব উপকরণ। তবে ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে গত ৩ নভেম্বর কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সেদিন কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ২৯ ডিসেম্বর ৫ পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য পদে উপ-নির্বাচন হবে।