1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
৪০ দিন জামাতে নামাজ, সাইকেল উপহার পেল ২৩ শিশু - ২৪ ঘন্টাই খবর

৪০ দিন জামাতে নামাজ, সাইকেল উপহার পেল ২৩ শিশু

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭৬ বার পঠিত

খুলনায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করায় ৫-১০ বছর বয়সী ২৩ শিশুকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বাদ আছর খুলনার ফুলতলার মধ্যডাঙ্গার জুড়োকোটে মসজিদুল মোমেনীননে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীনের পক্ষ থেকে এসব সাইকেল দেওয়া হয়।

যারা ফুলতলার ১১টি মসজিদে একাধারে ফজর এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে ৪০ দিন, তাদের এ সাইকেল উপহার দেওয়া হয়। উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজা। অতিথি হিসেবে ছিলেন ৪ নম্বর ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশার, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী এবং ১১টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী বলেন, খুলনায় এ ধরনের উদ্যোগ এই প্রথম। শিশুকাল থেকেই একজন শিশু যদি নামাজে অভ্যস্ত হয় তাহলে সে বড় হয়েও নামাজি হবে। সেই চিন্তাধারা থেকেই শিশুদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। শিশুদের মাঝে উপহার তুলে দেওয়ায় নামাজের প্রতি উৎসাহ বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com