1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
২৪৮ রাউন্ড গুলি এবং ৩টি গ্রেনেড উদ্ধার করে ধ্বংস করল বোমা র‍্যাব ৬ এর ডিসপোজাল টিম! - ২৪ ঘন্টাই খবর

২৪৮ রাউন্ড গুলি এবং ৩টি গ্রেনেড উদ্ধার করে ধ্বংস করল বোমা র‍্যাব ৬ এর ডিসপোজাল টিম!

  • আপডেট করা হয়েছে: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬১ বার পঠিত

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচঁাদপুর পৌর শহরে একটি কলা বাগান থেকে ২৪৮ রাউন্ড গু’লি এবং ৩টি গ্রেনেড উদ্ধার করে ধ্বংস করেন বোমা ডিসপোজাল টিম। ঝিনাইদহের কোটচঁাদপুর পৌর শহরের উপজেলা ভূমি অফিস  সংলগ্ন সলেমানপুর দাস পাড়া মাঠের  একটি কলাবাগান

থেকে ৩টি এম ৩৬ মডেলের গ্রেনেড উদ্ধার এবং ধ্বংস করেন র‍্যাব ৬ এর বোমা ডিসপোজাল টিম খুলনা। সলেমানপুর দাসপাড়ার একটি বাড়ি থেকে ২৪৮ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গু’লি উদ্ধার করেছে পুলিশ।বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (কোটচঁাদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম

জানান। খবর পেয়ে শনিবার রাতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিনের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন(৪০) এর বাড়ি থেকে গুলি উ’দ্ধার করে থানায় রাখা হয়। এরপর  খোজ নিয়ে জানা যায়, কিছু দিন আগে নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে মরিচা পড়া পরিত্যক্ত গুলির সন্ধান

মেলে। ওই সময় গুলি গুলো উজ্জল নিজ বাড়িতে নিয়ে রেখে দেয়।ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালিন সময় মুক্তিযোদ্ধারা ওই স্থানে গুলিগুলো মজুদ রেখেছিলেন।তবে এখানে আরো আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ থাকতে পারে বলে এমন তথ্য পুলিশকে দেয় উজ্জল।(২৬ সেপ্টেম্বর)বিকেলে র‍্যাবের বোমা ডিসপোজাল

ইউনিট ঘটনাস্থলে আসেন ও অভিযান চালান। ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফ আহসান জানান,এখানে মেটাল জাতীয় কিছু থাকতে পারে।   রবিবার রাত ৮ টার দিকে অভিযান  স্থগিত করা হয়। (২৭ সেপ্টেম্বর)সোমবার সকাল ৮টা থেকে  অভিযান পরিচালনা করে বেলা ১২ টার সময় গ্রেনেড

উদ্ধার এবং নিষ্ক্রিয় করেন বোমা ডিসপোজাল টিম খুলনা। টানা দুই দিন ধরে অভিযান পরিচালনা করেন।র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফ আহসান,ইস্কট কমান্ডার তারেক আমান

(বান্না)সার্জেন্ট সেলিম আজাদ,আলামিন,মাসুম বিল্লাহ,সহ কোটচঁাদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন এবং সেকেন্ড অফিসার এস,আই, মান্নান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com