কিশোরগঞ্জে বিএনপির সমাবেশকে সফল করতে হোসেনপুর থেকে দলে দলে নেতাকর্মীরা সকাল থেকেই জেলখানার মোড়ে জড়ো হচ্ছেন। সেখানে অবস্থান করছেন কিশোরগঞ্জ জেলার অন্যান্য উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে
সেখান থেকে হাজার হাজার জনতার মিছিলের নেতৃত্ব দিবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জননেতা মির্জা আব্বাস। বৃহস্পতিবার এ গুরুত্বপূর্ণ মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।উল্লেখ্য, হোসেনপুর থেকে আসা খণ্ড খণ্ড মিছিলের নেতৃত্বে রয়েছেন
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সভাপতি একেএম শহীদুল হক, সাধারণ সম্পাদক মনসুরুল হক, প্রকৌশলী ফয়সাল সালাম, কেন্দ্রীয় নেতা শওকত
আজিজ, পৌর যুবদলের আহবায়ক শরীফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল সাকিব, বিএনপি নেতা লিটন সরকার, উজ্জল মিয়া ও সাকিবুল হাসান প্রমুখ।উল্লেখ্য, কিশোরগঞ্জে
আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে হোসেনপুরের আশপাশের উপজেলাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।