ফয়সাল রকিব, বরিশাল থেকে: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বোনের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টার ব্যবধানে ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে গৈলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার শেষ বিকেলে ওই
ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারণে স্বামীর বাড়িতে ইন্তেকাল করেন। রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন জানান, আমার মা বিকেলে মৃত্যুবরণ করে। ওইদিন বাদ এশা আমার মায়ের জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়। মায়ের
মৃত্যুর এক ঘণ্টা পর খবর পাই বড় মামা মারা গেছেন। তিনি জানান, পূর্ব সুজনকাঠি গ্রামের আব্দুল খাদেম মোল্লা (৯০) বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। তিনি আমার মায়ের মৃত্যুর খবর শুনে মারা যান। আব্দুল খাদেম মোল্লার ছেলে আজিজুল মোল্লা জানান,
অনেক দিন ধরে আমার বাবা ও আমার ফুফু অসুস্থ ছিলেন। শনিবার বিকেলে আমার ফুফু রাহিমুন বিবি প্রথমে মারা যায়। ফুফুর মৃত্যুর এক ঘণ্টা পর আমার বাবা আব্দুল খাদেম মোল্লা মৃত্যুবরণ করেন। রবিবার সকাল ৮ টায় আব্দুল খাদেম মোল্লার জানাজা শেষে নিজ বাড়িতে দাফন
করা হয়। দুই ভাই-বোনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।