1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
হৃদয়বিদারক দৃশ্যঃ সন্তানকে ডুবতে দেখে ঝাঁপ দিলেন মা, বাঁচল না কেউই - ২৪ ঘন্টাই খবর

হৃদয়বিদারক দৃশ্যঃ সন্তানকে ডুবতে দেখে ঝাঁপ দিলেন মা, বাঁচল না কেউই

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪১৪ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির পন্ডিতকাটা এলাকার লেদু সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- একই বাড়ির বেলাল উদ্দিনের স্ত্রী মাশকুরা বেগম ও তার এক বছরের শিশু মুহাম্মদ বোরহান উদ্দীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু বোরহানকে গোসল করাতে পুকুরে নিয়েছিলেন মা মাশকুরা। গোসলের একপর্যায়ে মায়ের হাত ফসকে পানিতে পড়ে যায় বোরহান। ওই সময় তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন মাশকুরা। কিন্তু সাঁতার না জানায় তিনিও ডুবে যান। পরে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com