1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
হৃদয়বিদারক ঘটনাঃ স্বামী মারা যাওয়ার ১৫ মিনিট পর স্ত্রীরও মৃত্যু - ২৪ ঘন্টাই খবর

হৃদয়বিদারক ঘটনাঃ স্বামী মারা যাওয়ার ১৫ মিনিট পর স্ত্রীরও মৃত্যু

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৮৪ বার পঠিত

কুমিল্লার লাকসামে স্বামী মৃত্যুর ১৫ মিনিটের মধ্যে স্ত্রীও মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনা রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার শ্রীপুর গ্রামে ঘটে।

লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রীপুর গ্রামের মরহুম নোয়াব আলীর বড় ছেলে মো. শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এ সময় কান্নাকাটির একপর্যায়ে ৬টা ৪৫ মিনিটে তার স্ত্রী কোহিনুর বেগমও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।

কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ আরও বলেন, সোমবার সকাল ১১টায় দুইজনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। তার দুই ছেলে দেশের বাইরে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com