BB News:
বরগুনার তালত’লীতে গাছ চাপা পড়ে আ’নসার খলিফা (৫৫) নামে এক বৃ’দ্ধ মারা গেছেন। মঙ্গ’লবার দুপুরে উপজেলার সো’নাকাটা ইউপির লাউপাড়া গ্রামে এ দুর্ঘ’টনা ঘটে। নিহ’ত আনসার খলিফা একই এলা’কার মৃ’ত গনি খলিফার ছেলে।জা’না গেছ, নিজ বাড়ির সামনে
ছেলে সামসু’কে সঙ্গে নিয়ে বড় একটি জামগাছ কাটতে ছিল আনসার খলিফা। গাছের অধিকাংশ কাটা হলে গাছ হেলে পড়তে শুরু করে। তাড়া’তাড়ি গাছের নিচ থেকে আনসা’রকে সরে যেতে বলেন সামসু। এ সময় সরে না গিয়ে উল্টো গাছ ঠেলে ধরেন তিনি। ফলে গাছটি
আনসার খলিফার মাথার ওপর পড়ে মাথা থেতলে মগ’জ বেড়িয়ে ঘট’নাস্থলেই প্রাণ হারান তিনি। তালত’লী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মাম’লা দায়ের করা হয়েছে।