1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
হৃদয়বিদারক ঘটনাঃ ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা শিশুটি লাইফ সাপোর্টে! - ২৪ ঘন্টাই খবর

হৃদয়বিদারক ঘটনাঃ ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা শিশুটি লাইফ সাপোর্টে!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৮০২ বার পঠিত

দিনাজপুরের বিরলে ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা শিশুটি লাইফ সাপোর্টে আছেন। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেখানেই ওই শিশুর চিকিৎসা চলছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে

ভাণ্ডারা ইউনিয়নের ভাণ্ডারা পাগলাপীর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত রাসেল হোসেনকে আটক করেছে পুলিশ। রাসেল ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী।পুলিশ জানায়, ঘটনার দিন শিশুটির বাবা কাজের জন্য বাইরে ছিলেন। বিকেলে

শিশুটির মা গরু-ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান। এ সময় শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন রাসেল হোসেন। ধর্ষণের পর শিশুটিকে বারান্দার বাঁশের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেন তিনি। এমন সময় ভুক্তভোগী শিশুর মা বাড়িতে এলে অভিযুক্ত রাসেল পালিয়ে

যান। পরে মা ও স্থানীয়রা মিলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ওসি ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com