1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
হৃদয়বিদারক ঘটনাঃ একমাত্র ছেলের মৃ'ত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও! - ২৪ ঘন্টাই খবর

হৃদয়বিদারক ঘটনাঃ একমাত্র ছেলের মৃ’ত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও!

  • আপডেট করা হয়েছে: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬৮৯ বার পঠিত

একদিন আমাদের সবাইকে পরপারে চলেই যেতে হবে। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য কতইনা সংগ্রাম করছি। কিন্ত একদিন মৃত্যু সবাইকে পাকড়াও করবে তাই প্রতিদিন মৃত্যুর জন্য

প্রস্তত থাকতে হবে/দিনাজপুরের বীরগঞ্জে একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে প্রায় ১৫ ঘণ্টা পর মারা গেলেন বাবাও। একই পরিবারে বাবা-ছেলের মৃত্যুতে বীরগঞ্জ শহরে শোকের ছায়া নেমে আসে।মৃতরা হলেন- উপজেলা চালকল মালিক

গ্রুপের সাধারণ সম্পাদক বীরগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন এবং তার ছেলে মো. ইমরান তানিম (৩২)।স্বজনরা জানান, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তানিম।

তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তিনি মারা যান।এদিকে ছেলের

মৃত্যুর সংবাদ শুনে মো. আমজাদ হোসেন (৬৬) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com