পাকিস্তানের অধিনায়ক বাবর আজম মানেই যেন বিশেষ কিছু। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গিয়েছিলো সেই ঝলক। এবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই দুরন্ত ছন্দে আছেন তিনি। ব্যাট হাতে দেখা মিলছে রানের ফুলঝুড়ি। গড়ছেন
রেকর্ডের পর রেকর্ড। সবশেষ গতকাল (সোমবার) গড়লেন নতুন এক রেকর্ড। নেদারল্যান্ডসের সঙ্গে ফিফটি করে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাসিম আমলার এক কীর্তি ছাড়িয়ে গেলেন পাক অধিনায়ক। রটারডামে
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফখর জামান ও বাবর আজম। টসে জিতে ব্যাট
করতে নেমে ফখরের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে ৬ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ পায় সাকলাইন মুস্তাকের দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রানে থামে নেদারল্যান্ডসের
ইনিংস। পাকিস্তানের জয়ে বাবর আজম খেলেছেন ৮৪ বলে ৭৫ রানের এক ইনিংস। আর এতেই দারুণ এক কীর্তি গড়লেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান হলো ৮৮ ম্যাচে ৫৯.৪২ গড়ে ৪৫১৬। ইতিহাসের আর
কোন ক্রিকেটার ওয়ানডেতে ৮৮তম ইনিংসে এত বেশি রান করতে পারেননি। আগের রেকর্ডটি ছিলো হাসিম আমলার। সাবেক এই প্রোটিয়া ওপেনার ৮৮ ওয়ানডে ম্যাচে ৫৫.২২ গড়ে
রান করে ছিলেন ৪৪৭৩। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে দারুণ ফর্মে আছে বাবর আজম। গত বছর অস্ট্রেলিয়া সিরিজের সবশেষ ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলার পর
এখন পর্যন্ত সব শেষ ৮ ইনিংসের ৭টিতেই ফিফটি করেছেন পাক এই অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে নিজেদের সবশেষ ৮ ইনিংসে বাবর আজম সেঞ্চুরি করেছেন ৪টি।