1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
হাইকোর্টে জামিন আবেদন করলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী - ২৪ ঘন্টাই খবর

হাইকোর্টে জামিন আবেদন করলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৪ বার পঠিত

বিজয়ের বাংলা:
হাইকোর্টে জামিন আবেদন করেছেন আলোচিত রফিকুল ইসলাম মাদানী।গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) তার আইনজীবী আশরাফ আলী মোল্লা জামিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে

গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় এবং ময়মনসিংহের একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। গত মাসে ডিজিটাল নিরাপত্তা আ’ইনের মামলার জামিন আবেদন করা হয়েছে। আরেকটি করা হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে। গত ১১ এপ্রিল মাওলানা রফিকুল

ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অ’নুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার

অভিযোগ আনা হয়েছিল। গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো.মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com