মাদারীপুরের শিবচরে দাদন চোকদার নামের এক ব্যক্তি হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামির নাম মো. নজরুল ইসলাম শেখ (৪০)। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানাধীন দোয়েল চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) এই তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, গত বছরের ২৩ নভেম্বর দাদন চোকদার ভ্যানে করে নজরুলের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
এরই সুযোগে পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম এবং তার আরও ১৫-২০ জন সহযোগী একত্রিত হয়ে দাদন চোকদারের ওপর হামলা করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
লে. কর্নেল আরিফ বলেন, পরদিন তার ছোট ভাই বাদী হয়ে শিবচর থানায় নজরুল ইসলামকে প্রধান আসামি ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
এই মামলায় ছয়জন গ্রেপ্তার হলেও বাকি আসামিরা এখনো পলাতক বলে জানায় র্যাব। তাদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান।