1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
হঠাৎ করে ভাইরাল হলো প্রতিমন্ত্রী ডা.মুরাদের গান - ২৪ ঘন্টাই খবর

হঠাৎ করে ভাইরাল হলো প্রতিমন্ত্রী ডা.মুরাদের গান

  • আপডেট করা হয়েছে: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭৯৪ বার পঠিত

বিজয়ের বাংলা:
রাষ্ট্রধর্ম এবং ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া নিয়ে বক্তব্য দিয়ে এই মুহূর্তে আলোচনায় প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এই ঘটনার পর পর প্রতিমন্ত্রী ডা. মুরাদের পুরনো কিছু ভিডিও

ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। সব মিলিয়ে নেটদুনিয়ায় এখন চর্চিত বিষয় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং বিভিন্ন অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যের ভিডিওক্লিপগুলো। এসব ভিডিওক্লিপের মধ্যে যে ভিডিও সবচেয়ে বেশি সাড়া ফেলেছে, সেটি

একটি বাংলা গানের। যেখানে অভিনয় করেছেন ডা.মুরাদ হাসান নিজেই। ভিডিওতে আরো রয়েছেন – আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কুষ্টিয়া-৪ এর সাবেক সংসদ সদস্য সুলতানা তরুন। ভিডিওতে এই দুই প্রতিমন্ত্রী শুধু অভিনয়ই করেননি। নিজ কণ্ঠেই গেয়েছেন

কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর কালজয়ী ‘বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব’ গানটি। ভিডিওতে দেখা গেছে, লুঙ্গি পরে কো’মরে গামছা বেঁধে গ্রামীণ যবুক বেশে জুনায়েদ পলক তার প্রিয় শহুরে বন্ধু ডা.মুরাদের অপেক্ষা করছেন। বন্ধুকে পেয়ে

যারপরনাই খুশি পলক। গান গাইছেন তিনি। তালে তালে নাচছেন ডা.মুরাদ। দুই বন্ধু হাতে হাত ধরে গ্রামীণ মেঠো পথ ধরে দৌড়ে চলে গেলেন বাড়িতে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছেন

বড় বোন সুলতানা তরুন। পলক এবং ডা. মুরাদের কণ্ঠে কালজয়ী গানের এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে অনেককে। জানা গেছে, ১০ বছর আগের

ভিডিও এটি। ২০১১ সালে বেসরকারি টিভিস্টেশন চ্যানেল আই- এর ঈদ আয়োজনে গান গেয়েছিলেন জুনাইদ আহমেদ পলক এবং ড.মুরাদ হাসান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com