1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
হজরত ঈসা (আ.) ছিলেন দাম্ভিক শক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের প্রেরণা:প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম - ২৪ ঘন্টাই খবর

হজরত ঈসা (আ.) ছিলেন দাম্ভিক শক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের প্রেরণা:প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৭৮০ বার পঠিত

খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বিশ্বের খ্রিস্টান রাষ্ট্র এবং সরকার প্রধানদের কাছে বার্তা পাঠান প্রেসিডেন্ট রায়িসি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, গোটা মানবজাতির নিরাপত্তা এবং ভাগ্যলিপি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে

জড়িত। তিনি আরো বলেছেন, একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থার গঠন করার জন্য যৌক্তিকতা, ন্যায়বিচার ও আধ্যাত্মিকতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বিশ্বের খ্রিস্টান রাষ্ট্র এবং সরকার

প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় এই মন্তব্য করেন। বার্তায় তিনি বলেন, চলমান করোনা মহামারির সময়ে যখন টি’কাদানসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন ছিল তখন কিছু দেশ স্বাস্থ্যসেবা

খাতেও অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আর এই বিষয়টি প্রমাণ করেছে বিশ্বে এমন একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যেখানে যৌ’ক্তিকতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতা হবে মূল চালিকাশক্তি। নতুন ইংরেজি বছরে বিশ্বের সব সমস্যার সমাধান

হবে ও জাতিগুলো তাদের অধিকার আদায়ের জন্য যে প্রতিরোধ চালাচ্ছে তা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের প্রেসিডেন্ট আল্লাহর নবী হযরত ঈসা মাসিহ (আ.) এর জন্মদিন উপলক্ষে খ্রিস্টান রাষ্ট্র এবং সরকার প্রধানদের শুভেচ্ছা এবং অভিনন্দন

জানান। ইব্রাহিম রায়িসি বলেন, আল্লাহর এই নবী ছিলেন অত্যাচারীদের বি’রুদ্ধে প্রতিরোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত এবং অহংকারী শক্তির বিরুদ্ধে সংগ্রামে মুক্তিকামী মানুষের প্রেরণা।সূত্র-পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com