মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে মৃত্যু !
নওগাঁর বদলগাছীতে পুকুর হতে অমল তিগ্যা (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অমল তিগ্যা
উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরশুরামপুর গ্রামের মৃত নিতাই তিগ্যার ছেলে।জানা যায়, উপজেলার মথুরাপুর
ইউনিয়নের পরশুরামপুর একটি পুকুরে মৃত অমল তিগ্যার(৫০) লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার
করে পুলিশ। পরিবারের লোকজন জানান, অমল তিগ্যা গত ২২ নভেম্বর সকাল ১০ টার সময় বাড়ী থেকে বের হয়ে
রাত আর ফিরে আসেনি।২৩ নভেম্বর সোমবার বেলা ১২ টায় এলাকাবাসী দেখে পুকুরে ভেসে উঠে তার লাশ।ওসি
চৌধুরী জোবায়ের আহাম্মদজানান, অমল তিগ্যা নেশা করতো। মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে সাঁতার কাটতে না
পারায় তার মৃত্যু হয়েছে বলে মনে করেন। স্থানীয় ভাবে তার লাশ দাহকরা হয়