1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
স্বামীকে হৃদয়বিদারক চিঠি লিখে স্ত্রীর আত্মহত্যা। - ২৪ ঘন্টাই খবর

স্বামীকে হৃদয়বিদারক চিঠি লিখে স্ত্রীর আত্মহত্যা।

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৮৪৩ বার পঠিত

নেত্রকোনায় চিরকুট লিখে হাওয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলার দুর্গাপুর পৌর শহরের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত গৃহবধূ উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের সাতাশী গ্রামের কৃষক

ফজলুল করিমের মেয়ে। তার স্বামীর নাম হাসান মিয়া। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন তিনি।মৃত্যুর আগে হাওয়া আক্তার চিরকুটে লিখেন-আমি নিজের ইচ্ছে মরেছি, এতে আমার স্বামীর কোনো অন্যায় নেই। আমি মরলে যেন আমার স্বামী আরেকটা বিয়ে করে।

আমি খারাপ মানুষ তাই মরে যাচ্ছি। আমি মরলে আমার সব জিনিসপত্র আমার বাড়িতে দিয়ে দেয় আমার মা বাবার কাছে। আর সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ইতি হাওয়া। আমাকে মাফ করে দিও সবাই।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে হাওয়া

আক্তার ও হাসান মিয়ার বিয়ে হয়। হাসান একজন ইটভাটার শ্রমিক। প্রতিদিনের মতো সোমবার সকালে সে স্থানীয় একটি ইটভাটায় কাজ করতে চলে যায়। এরপর হাওয়া তার শ্বশুরকে বলে তাকে বাবার বাড়ি নিয়ে যেতে। শ্বশুরও তাকে বাবার বাড়ি যায়। সারাদিন সেখানে থেকে

বিকেলে আবারও শ্বশুরের সঙ্গে স্বামীর বাড়ি চলে আসে। এ সময় শ্বশুর তাকে বাড়িতে রেখে বাজারে চলে যায়। সন্ধ্যার আগে প্রতিবেশী মাহফুজা নামে এক নারী হাওয়ার কাছে গেলে তিনি ঘরের আঁড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার করে। পরে পুলিশকে খবর দেয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com