1. atikurrahman0.ar@gmail.com : MD Atikurrahaman : MD Atikurrahaman
  2. Mijankhan298@gmail.com : Mijankhan :
  3. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  4. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  5. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

স্টক এক্সচেঞ্জে জ’ঙ্গি হা’মলায় ভারতের ‘হাত দেখছেন’ ইমরান খান

  • প্রকাশিত: ০৬:৪০ am | বুধবার ১ জুলাই, ২০২০
  • ৭৪ বার পঠিত
এক্সচেঞ্জে

বিজয়ের বাংলাঃস্টক এক্সচেঞ্জে জ’ঙ্গি হা’মলায় ভারতের ‘হাত দেখছেন’ ইমরান খান

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ভয়াবহ জ’ঙ্গি হা’মলায় ভারতের হাত রয়েছে বলে অ’ভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার দেশটির জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, এতে কোনো স’ন্দেহ নেই, ভয়ংকর এই জ’ঙ্গি হা’মলার পরিকল্পনা করা হয়েছে ভারতে। খবর জিয়ো নিউজ উর্দুর।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জ’ঙ্গি হা’মলা চালানোর দ্বারা উদ্দেশ্য ছিল সেখানে কর্তব্যরত কর্মীদের জিম্মি করা।

প্রসঙ্গত, সোমবার ( ২৯ জুন ) করাচি শহরে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে চার সশ’স্ত্র জ’ঙ্গি হা’মলা চালায়। এতে ছয় বেসামরিকসহ অন্তত ১০ জন নি’হ’ত হন।

হা’মলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও রেঞ্জার্সের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং চার হা’মলাকারীর সবাইকে হ’ত্যা করে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) ব্যবস্থাপনা পরিচালক ফাররুখ খান হা’মলার ঘটনাটিকে ‘গু’রুতর ও দু’র্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন।

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে স্টক এক্সচেঞ্জ ভবনে স্বাভাবিক সময়ের তুলনায় লোকজন কম ছিল বলে জিও নিউজকে জানিয়েছেন তিনি।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ্ ঘটনার নিন্দা জানিয়ে হা’মলাটিকে ‘জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ওপর হা’মলার অনুরূপ’ বলে মন্তব্য করেছেন।

‘রাষ্ট্র’বি’রোধী পক্ষগুলো ভাইরাস পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে’ বলে এক বিবৃতিতে অ’ভিযোগ করেছেন তিনি। হা’মলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেয়ায় পুলিশ ও রেঞ্জার্সের প্রশংসা করেছেন তিনি।

পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। সিন্ধুর গর্ভনর ইমরান ইসমাইলও হা’মলার নি’ন্দা জানিয়ে ‘যে কোনো মূল্যে সিন্ধুকে রক্ষা করবেন’ বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।জিয়ো নিউজ উর্দু অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ
দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

নিউজটি শেয়ারের অনুরোধ রইলো

এই বিভাগের আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯-২০২০ 'বিজয়ের বাংলা'
Developed by  Bijoyerbangla .Com
Translate to English »