1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
সৌদি আরবের বিশ্বকাপ দল ঘোষণা - ২৪ ঘন্টাই খবর

সৌদি আরবের বিশ্বকাপ দল ঘোষণা

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে একের পর এক দল তাদের স্কোয়াড ঘোষণা করছে। সে তালিকায় এবার যোগ দিল সৌদি আরব। মিডফিল্ডার সালমান আল ফারাজ চোটে থাকলেও তাকে নিয়েই দল ঘোষণা করেছে সৌদি।

এমনকি বিশ্বকাপে জাতীয় দলের নেতৃত্বের দায়িত্বও থাকছে এই তারকা খেলোয়াড়ের কাঁধে। গেল রোববার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার সময় কাঁধে চোট পান সালমান।

অবশ্য মূল ম্যাচ শুরুর আগেই সালমান ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী সৌদি কোচ হার্ভে রেনাঁ। সামাজিক মাধ্যম টুইটারে প্রকাশিত সৌদি দলের এক ভিডিওতে হার্ভে জানান, ‘সালমানকে নিয়ে

আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সব সৌদি ভক্তের মতোই ভেবেছিলাম যখন সে পড়ে গেল ও খেলা চালিয়ে যেতে পারল না। তার কাঁধে কিছু একটা বোধ করছিল সে। ব্যাথা আছে তবে আগামী কয়েকদিনে এটা সেরে যাবে।’

গোলরক্ষক : মোহাম্মদ আল-ওয়াইস (আল-হিলাল), নাওয়াফ আল-আকিদি (আল-নাসর), মোহাম্মদ আল-ইয়ামি (আল-আহলি)

ডিফেন্ডার : ইয়াসির আল-শাহরানি (আল-হিলাল), আলী আল-বুলাইহি (আল-হিলাল), আবদুল্লাহ আল-আমরি (আল-নাসর), আবদুল্লাহ মাদু (আল-নাসর), হাসান তাম্বকতি (আল-শাবাব), সুলতান আল -ঘানম (আল-নাসর), মোহাম্মদ আল-ব্রেক (আল-হিলাল), সৌদ আবদুলহামিদ (আল-হিলাল)

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ (আল-হিলাল), রিয়াদ শারাহিলি (আভা), আলী আল-হাসান (আল-নাসর), মোহাম্মদ কান্নো (আল-হিলাল), আবদুল্লাহ আল-মালকি (আল-হিলাল), সামি আল-নাজেই (আল-নাসর), আবদুল্লাহ ওতাইফ (আল-হিলাল), নাসের আল-দাওসারী (আল-হিলাল), আবদুল রহমান আল-আবউদ (ইত্তিহাদ), সালেম আল-দাওসারী (আল-হিলাল), হাতান বাহেবরি (আল-শাবাব)

ফরোয়ার্ড : ফাহাদ আল-মুওয়াল্লাদ (আল-শাবাব), হাইথাম আসিরি (আল-আহলি), সালেহ আল-শেহরি (আল-হিলাল) ফিরাস আল-বুরাইকান (আল-ফাতেহ)

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com