বিজয়ের বাংলা:স্কুলের
ক্লাস রুটিনে কিছুটা পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। ২০ সেপ্টেম্বর সোমবার থেকে নতুন রুটিন বাস্তবায়ন করা হবে। প্রাথমিক ভাবে অষ্টম এবং
নবম শ্রেণিতে সপ্তাহে ১ দিন করে ক্লাস হওয়ার কথা থাকলেও নতুন রুটিনে ২ দিন করে দেওয়া হয়েছে।নতুন রুটিনেও শনি থেকে বৃহস্পতিবার
প্রতিদিনই ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের ক্লাস হবে ও শনিবার নবম, রবিবার অষ্টম, সোমবার সপ্তম, মঙ্গলবার ষষ্ঠ, বুধবার নবম শ্রেণির ও বৃহস্পতিবার অষ্টম
শ্রেণির ক্লাস হবে। ১২ সেপ্টেম্বর ক্লাস শুরু হলে অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীরা ১ দিন করে ক্লাসে যেতে হতো এখন থেকে ২ দিন যেতে
হবে।এছাড়াও প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালিত হবে। এছারাও ষষ্ঠ থেকে অষ্টম
শ্রেনীর (নিন্ম মাধ্যমিক) ক্লাস মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির সাথে সামঞ্জস্য করে পরিচালনা করতে হবে।
আরো খবর পড়ুন=>>
সমুদ্রে মাঝে নিজের সন্তানদের বাঁচিয়ে চলে গেলেন মা!নিজের পরিবার নিয়ে জনমানবহীন দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণে গি’য়েছিলেন মেরিলি চেকন নামের ভেনেজুয়েলার এক নারী। কিন্তু মাঝ সমুদ্রে দুর্ঘটনায় পড়ে তাদের ইয়াট। ভাঙা ইয়াটের অংশে দুই শিশু সন্তানকে নি’য়ে টানা চারদিন বেঁচে
থাকার জন্য প্রাণপণ লড়াই করেন ওই নারী। শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে না পারলেও সন্তানদের বাঁচাতে সক্ষম হয়েছেন তিনি। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে,গত ৩ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে ভেনেজুয়েলা থেকে ক্যা”রিবীয় দ্বীপ লা তোর্তুগাতে বেড়াতে গিয়েছিলেন মেরিলি। তার
ছেলে-মেয়েসহ মেরিলিরা সংখ্যায় নয়জন ছিলেন। তারা থর দ্য হিগুরেতে নামের এক”টি ইয়াট ভাড়া করে সেখানে গিয়েছিলেন। ৫ সেপ্টেম্বরই ফিরে আসার কথা ছিল তাদের। কিন্তু ৫ সেপ্টেম্বর রাত ১১টা বেজে গেলেও ফেরেননি মেরিলিরা। তখন…বিস্তারিত পড়ুন এখানে