রাজধানীর সাইন্সল্যাব এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের বিপরীত পাশে শিরিন ম্যানশন নামের ভবনটির তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রোববার (৫ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ পোস্টার সাঁটিয়ে দিয়েছে।
এর আগে পুরো ভবনে বিস্ফোরণসংক্রান্ত বিভিন্ন আলামত ক্রাইসিনের ফিতা দিয়ে ঘিরে নেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। এরপর তারা সেখানে বিকেল পর্যন্ত অবস্থান করেন। পরে নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল টিম। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পর
ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, তারা বিস্ফোরকসংক্রান্ত কোনো আলামত পাননি। পরে সেখানে আসে সেনাবাহিনীর বোম ডেসপোজাল টিম। তারাও একই কথা জানায়।
বিকেলে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আপাতত ভবনটি পরিত্যক্ত অবস্থায় থাকবে।
রোববার সকাল প্রায় সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে ভবনটির তৃতীয় তলায়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।