1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
সাড়ে পাঁচ ঘণ্টায় ৪৬ কিলোমিটার সাঁতার কেটে প্রথম রাব্বি - ২৪ ঘন্টাই খবর

সাড়ে পাঁচ ঘণ্টায় ৪৬ কিলোমিটার সাঁতার কেটে প্রথম রাব্বি

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৮২ বার পঠিত

বিজয়ের বাংলা: বন্যার পানিতে তিস্তা উন্মত্ত যৌবনা। চারদিকে উথাল-পাতাল ঢেউ। যেদিকে চোখ যায় সেদিকেই তিস্তার স্রোত আর ঘূর্ণিপাকে জলরাশির উন্মত্ততা। সেই পানিভরা তিস্তা নদীতে ৫ ঘণ্টা ৩৮ মিনিট ছাব্বিশ সেকেন্ডে টানা ৪৬ কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হন রাব্বি রহমান।

শনিবার মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শেখ কামাল তিস্তা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার ১৩ পুরুষ ও ২ জন নারী সাঁতারু অংশ নেন। প্রতিযোগিতায় রানার্সআপ হন বরগুনা জেলার সাইফুল ইসলাম রাসেল। তিনি সময় নেন ৫ ঘণ্টা ২৬ সেকেন্ড। তৃতীয় হওয়া বগুড়ার নারী সাঁতারু মিতু আকতার সময় নেন ৬ ঘণ্টা ১ মিনিট ৩৫ সেকেন্ড।

শনিবার সকাল ৯টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন রাব্বি রহমান। সেখান থেকে ৪৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুরে পৌঁছান বগুড়ার এই সাঁতারু। তিনি ১৫ জন সাঁতারুকে পেছনে ফেলে এ কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০২০ সালে রাব্বি বাংলা চ্যানেল সাঁতার কেটে ৪০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রসিক) আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।

সকাল সাড়ে ৮টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- নীলফামারীর ডালিয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মো.আসফাউদদৌলা, রংপুর বিএডিসির নির্বাহী প্রকৌশলী মিজানুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com