1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
সারাদেশে জেঁকে বসেছে শীত, যা বলছে আবহাওয়া অধিদপ্তর! - ২৪ ঘন্টাই খবর

সারাদেশে জেঁকে বসেছে শীত, যা বলছে আবহাওয়া অধিদপ্তর!

  • আপডেট করা হয়েছে: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৭৭৭ বার পঠিত

রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও শীত। তীব্র এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ইতোমধ্যে উত্তর-পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল গড়িয়ে দুপুর

এলেও কাটছে না কুয়াশা।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন টানা শৈত্যপ্রবাহ ও কুয়াশা থাকবে। মঙ্গলবার (৪ ডিসেম্বর ) দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯

দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা আরো প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমে ১৪ ডিগ্রি হয়েছে।রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে শীত বাড়তে শুরু করেছে। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে

রোদের দেখা পাওয়া গেলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বইছে হিমেল বাতাস।এদিকে শীতের প্রকোপে সারাদেশে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। সন্ধ্যা নামতেই শীতের তীব্রতা বেড়ে যাওয়া নিম্ন আয়ের মানুষজন

শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে। শীত বস্ত্রের অভাবে অনেকেই কাজে যোগ দিতে পারছে না। আবার যারা কাজে যাচ্ছেন তাদের সন্ধ্যা নামতেই প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরতে হচ্ছেন। শীতের কারণে

জীবনচলা ধীরগতি হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে পশ্চিম-উত্তরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষআবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই–তিন দিন উত্তর–পশ্চিমাঞ্চলে এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

থাকবে। তারপর কিছুটা মেঘ এসে শীতের দাপট কমে যেতে পারে। তার আগে দেশের বেশিরভাগ এলাকায় চলমান শীতের অনুভূতি থাকবে।আবহাওয়া অধিদপ্তরের হিসাবে,

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর থেকে নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নঁওগা ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এসব এলাকায় বুধবার (৫ জানুয়ারি) একই মাত্রায় শৈত্যপ্রবাহ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com