1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার - ২৪ ঘন্টাই খবর

সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬০ বার পঠিত

বিজয়ের বাংলা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট এফভি সুরমা থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ​

গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে কোস্ট সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর এফভি সুরমা-১ নামে একটি মাছ ধরার নৌকা নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট থেকে ১৫ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরের সাংগু গ্যাসফিল্ড এলাকার উদ্দেশে রওয়ানা দেয়।

পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর রাতে সাংগু গ্যাসফিল্ড থেকে দক্ষিণ-পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়া মাছ ধরার নৌকাটি ভাসতে ভাসতে রোববার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসে।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের ভাসানচরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার জেলেদের কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে এসে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com