বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংলাপের নামে প্রতারণা করেছে। সরকার নির্বাচন করতে ভয় পায়। পদত্যাগের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। জনগণকে সঙ্গে নিয়ে একাত্তরের মতো সঙ্ঘবদ্ধ হয়ে সংগ্রামের
মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মানিকগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থার মধ্য
দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে বর্তমান সরকার। জনগণই দেশের মালিক, দেশকে রক্ষা করতে হবে জনগণকেই।এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির
চেয়ারপারসনের উপদেষ্টা ও আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।