আগামী ১৬ জানুয়ারি রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সমাবেশে মাইক ব্যবহার, সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চিঠিতে বলা হয়- আগামী ১৬ জানুয়ারি সোমবার দুপুর ২টায় বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেলা ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিলে মাইক ব্যবহারের অনুমতি এবং সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিনীত অনুরোধ করছি।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ জানুয়ারি সকল মহানগর, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ ও সমাবেশ করবে বিএনপি। গতকাল বুধবার (১১ জানুয়ারি) গণ-অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।