বিশ্ব দাবা অলিম্পিয়াডে আবারও জয়ে ফিরেছে বাংলাদেশ। ওপেন ও নারী উভয় বিভাগে দ্বিতীয় রাউন্ডে হেরেছিল বাংলাদেশ। রোববার (৩১ জুলাই) তৃতীয় রাউন্ডে বাংলাদেশের নারী ও পুরুষ
উভয় দল জয় পেয়েছে। ওপেন বিভাগে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে নেদারল্যান্ডস এন্টিলিসকে পরাজিত করে এবং নারী বিভাগে বাংলাদেশের মহিলা দল ৪-০ গেম পয়েন্টে মালটাকে হারায়। এদিকে বিশ্ব দাবা
অলিম্পিয়াডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া অংশ নিয়েছেন। গতকাল তৃতীয় রাউন্ডে বাবা-ছেলে দুজনই খেলেছেন এবং
দুজনই জয় পেয়েছেন। বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাবা-ছেলে একসঙ্গে খেলে জয়ের রেকর্ড বাংলাদেশে প্রথম এবং বিশ্বেও খুব একটা নেই। গতকাল ওপেন বিভাগে বাংলাদেশের
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭)
যথাক্রমে নোরল্যান্ডস এন্টিলিসের ফিদে মাস্টার ব্লিজস্টারা ইউলেম (রেটিং-২১৯৮), ফিদে মাস্টার ভ্যান বেম্মেলিন উরসাস রেটিং-২১৪৫) ও ফিদে মাস্টার ক্যাপিলা রুরিকের (রেটিং-১৯৫২) পরাজিত করেন। এ ছাড়াও ফিদে মাস্টার মেহেদী হাসান
পরাগ (রেটিং-২২২৭) আনন্দ বাহাদুরের সঙ্গে ড্র করেন। এদিকে নারী বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭), উম্মে তাসলিমা
প্রতিভা তালুকদার (রেটিং-১৭৬৯) ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) যথাক্রমে মাল্টার মহিলা ফিদে মাস্টার থমটন ফিলিপিনা (রেটিং-১৬৬১), মহিলা ক্যান্ডিডেট মাস্টার পসাইলা উরানচিমেং (রেটিং-১৩৯৫),
স্টেগনো মাইলিনা (রেটিং-১৪৪৮) ও থমটন হেইলিকে পরাজিত করেন। আজ চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ব্রাজিলের বিরুদ্ধে এবং নারী বিভাগে বাংলাদেশের মহিলা দল ইন্দোনেশিয়ার মহিলা দলের বিপক্ষে খেলবে।