1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
সংবাদ সম্মেলনে যা বললেন পরীমনি - ২৪ ঘন্টাই খবর

সংবাদ সম্মেলনে যা বললেন পরীমনি

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩১ বার পঠিত

বিজয়ের বাংলা: দীর্ঘ ২৭দিন কারাবাসের পর বিএফডিসিতে প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। শুক্রবার এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘প্রীতিলতা’ সিনেমার টিম আয়োজিত এই সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তাদের সেই বিশ্বাস যেন আমি রাখতে পারি। চরিত্রটির জন্য দুই বছর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের এই জার্নির সঙ্গে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। চরিত্রটি নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না, আপনাদের সকল প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজাসহ ‘প্রীতিলতা’ টিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে পরীমনি ছাড়াও আরো অভিনয় করছেন—তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com