1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
শ্রীলঙ্কার বিপরিতে বাংলাদেশের দল ঘোষণা! - ২৪ ঘন্টাই খবর

শ্রীলঙ্কার বিপরিতে বাংলাদেশের দল ঘোষণা!

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬৪২ বার পঠিত

আগামী মাসে বাংলাদেশ সফরে আসতেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সে উপলক্ষে এবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার ২৪ এপ্রিল

ঘোষিত এই দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহ’মেদের। চোটের কারণে তিনি যে থাকছেন না তা আগেই জানা গিয়েছিল। দলে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এর বাইরে আর কোনো চমক নেই। বাদ পড়েছেন ওপেনার

সাদমান ইসলাম। আর শরিফুল ইসলামকে রাখা হলেও তার খেলা নির্ভর করছে চোট থেকে কত দ্রুত সেরে ওঠতে পারেন, তার ওপর। একনজরে বাংলাদেশ দল মুমিনুল হক (অধিনায়ক), তামিম

ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম,

মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম এবং শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com