ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেসে-খেলে জিতেছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। গায়ানায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
একাদশে এক পরিবর্তন নিয়ে শুরুতে ফিল্ডিং করছে টাইগাররা। আগের ম্যাচে খরুচে বোলিং করায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ।
আর ব্যাটিংয়ে শক্তি বাড়ানোয় একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এদিন বাংলাদেশের হয়ে বোলিংয়ে ইনিংস ওপেন করেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
বোলিংয়ে নেমে বাংলাদেশ সাফল্য পেতে পারতো পঞ্চম ওভারেই। মেহেদী হাসান মিরাজের করা ওভারের দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে গিয়ে খেলতে চেয়েছিলেন শাই হোপ।
যদিও ব্যাটে-বলে করতে পারেননি তিনি। এরপর এই সুযোগ বল হাতের মুঠোয় নিয়ে স্টাম্পিং করতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ফলে হোপ জীবন পান ৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ- ২৫/০ (৮ ওভার)