1. atikurrahman0.ar@gmail.com : MD : MD Atikurrahaman
  2. Mijankhan298@gmail.com : Mijankhan :
  3. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  4. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  5. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

শিশু কন্যার লাশ ছুঁয়ে দেখতেও দেওয়া হলোনা মাকে !

  • প্রকাশিত: ০৯:১৮ pm | শনিবার ১৭ অক্টোবর, ২০২০
  • ১০৮৮৬ বার পঠিত

বিজয়ের বাংলাঃশিশু কন্যার লাশ ছুঁয়ে দেখতেও দেওয়া হলোনা মাকে !

একজন অসহায় মায়ের নাম রেইনা ম্যা নাসিনো! গত জুলাই মাসে ফিলিপিন্সের কারাগারে যার কোলজুড়ে আসে

ফুটফুটে এক কন্যা শিশু। কিন্তু জন্মের কয়েকদিন পরই জেল কর্তৃপক্ষ নাসিনোর কাছ কেড়ে নেয় তার শিশু

কন্যাকে। আর রেখে আসে নাসিনোর মায়ের কাছে। জন্মের পর মায়ের ওপর শিশুর যে মানবিক অধিকার, সেখান

থেকে বঞ্চিত করা হয়। আর মা বঞ্চিত হয় শিশুর লালন-পালনের অধিকার থেকে।এর কয়েকদিন পর খবর আসে

শিশুটি অসুস্থ হয়ে পড়েছে এবং ভর্তি করা হয়েছে হাসপাতালে। করোনার দু:সময়ে মা-সন্তানের পুনর্মিলনের জন্য

মানবিক বিবেচনায় কারামুক্তির আবেদন করেন নাসিনো। কিন্তু নাসিনোর আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট।

মুক্তিও মেলেনি নাসিনোর! ফলে জীবিত অবস্থায় আর সাক্ষাত হয়নি মা-মেয়ের!সেদিন মৃত্যুর খবর আসে প্রাণের

প্রিয় শিশু কন্যা রিভারের! জেল কর্তৃপক্ষই দিয়েছে এ খবর।গত শুক্রবার অনুষ্ঠিত হয় তিন মাসের শিশুর