1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
শাকিব-অপুকে একসঙ্গে দেখে পরী বললেন ‘সুন্দর’ - ২৪ ঘন্টাই খবর

শাকিব-অপুকে একসঙ্গে দেখে পরী বললেন ‘সুন্দর’

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ বার পঠিত

সন্তানের জন্মদিনকে ঘিরে একত্রিত হয়েছিলেন ঢালিউডের একসময়কার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছেলে জয়ের জন্মদিন অনুষ্ঠানে

তাদের দেখা যায়। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন অপু বিশ্বাস। যেখানে এই নায়িকা লিখেছেন, একটি সুখী পরিবারের কিছু মুহুর্ত। আমাদের জন্য দোয়া করবেন।

এরপর ঢালিউডের আরেক নায়িকা পরীমনি গতকাল মধ্যরাতে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। যেখানে শাকিব খান-অপু বিশ্বাসকে দেখা গেছে। ছবির ক্যাপশনে পরীম লিখেন, ‘সুন্দর।’ জয়কে শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘হ্যাপি বার্থডে

বাবাটা।’ হ্যাশট্যাগে লিখেন- আব্রাম খান জয়। বিশেষ দিনটিতে শুভেচ্ছায় ভেসেছেন স্টার কিড জয়। এবারের জন্মদিন ছিল তার জন্য স্পেশাল। কারণ এই প্রথমবার ছেলের জন্মদিনে একসঙ্গে ছিলেন শাকিব-অপু। শাকিব খানের

বাসায় ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আব্রাম খান জয়ের জন্মদিনের কেক কাটা হয়। এ সময় শাকিব-অপু ছাড়াও জয়ের দাদ-দাদী, ফুপু-ফুপা, ফুপাতো ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন। আট বছর পর নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ করেন অপু।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com