1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
শরিয়ত মেনেই বিয়ে করেছি, দাবি নাসির-তামিমার - ২৪ ঘন্টাই খবর

শরিয়ত মেনেই বিয়ে করেছি, দাবি নাসির-তামিমার

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

ক্রিকেটার নাসির হোসেন ও তার নববিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি দাবি করেছেন, তারা শরিয়ত মেনে বিয়ে করেছেন। আইনজীবীদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তারা দুই জনেই এ কথা জানিয়েছেন। এর আগে তালাক না দিয়ে আরেক জনকে বিয়ে করার অপরাধে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান।

যদিও নাসির-তামিমা দাবি করেছেন, ২০১৭ সালেই আইনানুযায়ী তামিমা তার সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েছেন। ফলে এখন এই বিয়েতে কোনো বাধা নেই। এদিকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) লাইভ অনুষ্ঠানে এসে রাকিব বলেছেন, আমি তামিমাকে জীবনে আর ফেরত চাই না। কিন্তু আমি ওর মুখোশ খুলে দিতে চাই।

সাংবাদিক সম্মেলনে নাসির-তামিমার সঙ্গে ছিলেন তিন জন আইনজীবী। তারা হলেন, ব্যারিস্টার আসিদ বিন আনওয়ার, ব্যারিস্টার মায়িশা ইসলাম ধূসরিমা ও ব্যারিস্টার মোহাম্মদ ফখরুদ্দিন ভূইয়া। সেখানে নাসির দাবি করেন, আইন মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও কোনো ব্যক্তি ‘বাজে’ মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তিনি বলেন, ‘আপনাদের সবারই মা-বোন আছে। তামিমার কি সুখে থাকার অধিকার নেই?’

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে। জাতীয় দল থেকে ছিটকে পড়া অলরাউন্ডার নাসির বলেন, ‘সে তো এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর বিরুদ্ধে রাকিব সাহেব বা যে কেউ বাজে কথা বললে আইনি ব্যবস্থা নেব।’

গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে নাসির বলেন, সত্যটা জেনে আপনারা নিউজ করুন। সঠিক তথ্যটা সবার সামনে তুলে ধরুন। রাকিবের উদ্দেশে তিনি বলেন, ‘এত নাটক করার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এসে এত কথা বলার তো কিছু নেই।’সাংবাদিক সম্মেলনে তামিমা বলেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই। রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।

রাকিব হাসান অভিযোগ করেছেন, তাকে ডিভোর্স না দিয়েই আবার বিয়ের পিঁড়িতে বসেছেন তামিমা। এ অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন রাকিব। তামিমার সঙ্গে রাকিবের ১১ বছরের সংসারে আট বছরের একটি মেয়েও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে তামিমা বলেন, আমার বা নাসিরের কোনো ফেসবুক আইডি বর্তমানে সচল নেই। নাসিরের একটি অফিশিয়াল ফেসবুক পেজ আছে। কোনো আপডেট দিতে হলে আমরা সেই পেজ থেকে দেব।

এদিকে রাকিব হাসান গতকাল বুধবার রাত ৮টার দিকে একটি লাইভ অনুষ্ঠানে এসে বলেন, সাবেক স্ত্রী তামিমাকে আর জীবনে ফিরে পেতে চাই না। ডিভোর্সের কোনো কপি আমি পাইনি। এক প্রশ্নের জবাবে রাকিব বলেন, এই মিথ্যা কথাগুলো ধরা আমার লক্ষ্য। এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির। যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে। সন্তানকে জোর করে রেখে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সন্তান আমার কাছে থাক সেটা আমার শাশুড়ি চান না। এই কারণে শাশুড়ি জিডি করেছেন। আসলে আমার শাশুড়ি আমাকে পছন্দ করেন না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com