1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
লে.কর্নেল অব:এ.কে.এম সলিমউল্লাহ সেলিমের রুহের মাগফেরাতের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত - ২৪ ঘন্টাই খবর

লে.কর্নেল অব:এ.কে.এম সলিমউল্লাহ সেলিমের রুহের মাগফেরাতের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৭ বার পঠিত

হারুনুর রশিদ ভোলা প্রতিনিধি: দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান লে. কর্নেল (অবঃ) এ.কে.এম. সলিমউল্লাহ সেলিম এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে ‘বেস্ট ইনিসিয়েটিভ

অব ভোলা এসোসিয়েশন’ “বিবা” এর আয়োজনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব

মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, পূর্বাপর পত্রিকার সম্পাদক কবি হাসান মাহমুদ, বাসস

এর জেলা প্রতিনিধি মাহাবুবুল আলম নিরব মোল্লা, কর্নেল সেলিমের ভাই এডভোকেট হুমায়ুন কবির, ভোলা স্কাউটস’র সম্পাদক জাকির হোসেন তা”লুকদার, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ইয়ারুল আলম লিটন, আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, সময় টিভি জেলা প্রতিনিধি নাসির লিটন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আবদুস সহিদ

তালুকদার, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকুল্লাহ, দেশটি জেলা প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবৃত্তি শিল্পী তালহা তালুকদার বাঁ”ধন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ‘বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ “বিবা” এর নির্বাহী পরিচালক ও

দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে করোনাকালীন সময়ে দাফন কার্য সম্পন্ন করায় অবদান রাখায় ‘বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ “বিবা” পক্ষ থেকে হাফেজ মোঃ বনি আমিন ও ভোলা

টুপি ঘরের স্বত্ত্বাধীকারী মোঃ জামাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ঢাকার সম্বলিত সামরিক হাসপাতালে ১২.৫ রাতে মিনিটের সময় ভোলার কৃতি সন্তান লে. কর্নেল

(অবঃ) এ.কে.এম. সলিমউল্লাহ সেলিম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে অই”ন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি

১ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন, গুনগ্রাহী রেখে গে”ছেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি ১৯৬৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com