বিজয়ের বাংলা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিজ বাড়ির সামনে আব্দুল মালেক (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২নং দোয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক দোয়ানী গ্রামের বারেক আলীর ছেলে। আব্দুল মালেক একজন কৃষক। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাড়ির বাইরে একটি আটাল ঘরে বসেছিলেন আব্দুল মালেক।
এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে পরিবার লোকজন বাড়ির বাইরেরে বের হয়ে মালেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে আব্দুল মালেকের মামলা চলছিল। হত্যাকাণ্ডের পেছনে জমিসংক্রান্ত বিরোধও থাকতে পারে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।’