1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
লজ্জাজনক ভাবে হতাশ করেছেন সাইফ, মাথার ঘাম পায়ে ফেলে দাপুটে হৃদয় - ২৪ ঘন্টাই খবর

লজ্জাজনক ভাবে হতাশ করেছেন সাইফ, মাথার ঘাম পায়ে ফেলে দাপুটে হৃদয়

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬৩৩ বার পঠিত

খুলনায় বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে দাপট চলছে এইচপি ইউনিটের। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করল আকবর আলীরা। শেখ আবু নাসের স্টেডিয়ামে ৭ উইকেটে

জয় পেয়েছে তারা। এইচপির হয়ে ফিফটি হাঁকিয়েছে তৌহিদ হৃদয়। এশিয়া কাপের স্কোয়াডে থাকা শেখ মেহেদী নজর কেড়েছেন ব্যাটে-বলে। তবে হতাশ করেছেন টাইগার স্কোয়াডে থাকা আরেক

ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ আগস্ট) টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ টাইগার্স। ১৯ রানে তিন উইকেট হারানোর পর ধাক্কাটা ভালোই

সামলেছেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা শেখ মেহেদী। শুরুতে দেখে শুনে খেললেও পরে খেলেছেন হাত খুলে। তবে ইনিংস বড় করতে পারেননি টপ অর্ডারে খেলা এই ব্যাটার। ৩১ বলে আউট হয়েছেন ৩৮ রান করে। তবে ব্যাট হাতে হতাশ করেছেন

ইনজুরি থেকে প্রায় চার মাস পর মাঠে ফেরা সাইফুদ্দিন। ক্রিজে ছিলেন পুরো ১০ ওভার। ৫৬ মিনিট মাঠে থেকে ২৯ বল খেলে তুলেছেন মোটে ২০ রান। পুরো ইনিংসে পাননি একটিও

বাউন্ডারির দেখা। শেষ ওভারেই দিয়েছেন ৪টি ডট। বাংলাদেশ টাইগার্সের অন্য ব্যাটাররাও বড় স্কোর করতে পারেননি। নির্ধারিত ওভার শেষে এইচপির স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৩ রান। এইচপির হয়ে দুটি করে উইকেট

নিয়েছেন তানজিম সাকিব, সুমন খান ও আমিনুল ইসলাম বিপ্লব। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি এইচপিরও। দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর ১৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে এশিয়া কাপের

টাইগার স্কোয়াডে থাকা আরেক ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়কে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামলে দলের স্কোর বড় করতে থাকেন। যদিও বেশিদূর এগোতে

পারেননি ইমন। ২৯ বলে ৩ বাউন্ডারিতে করেন ২৫ রান। এরপর অধিনায়ক আকবর আলীকে সঙ্গে নিয়ে বাকি কাজটা নির্বিঘ্নে সামলান তৌহিদ হৃদয়। দু’জনেই অপরাজিত

ছিলেন শেষ পর্যন্ত। ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন হৃদয়। ১০ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় এইচপি। ৩ ওভারে ১৭ রান খরচায় সাইফউদ্দিন নিয়েছেন এক উইকে

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com