1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
রাস্তার পাশে বাজারের ব্যাগে পরে আছে মৃত ন;বজা'তক! - ২৪ ঘন্টাই খবর

রাস্তার পাশে বাজারের ব্যাগে পরে আছে মৃত ন;বজা’তক!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৭৭৬ বার পঠিত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে দিকে ঢামেকের চতুর্থ শ্রেণির কর্মচারী অফিস সংলগ্ন রাস্তা থেকে একদিন বয়সী ওই কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।শাহবাগ থানার

উপপরিদর্শক (এসআই) মো. রয়েল জিয়া জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশে অস্থায়ী রিকশার গ্যারেজ থেকে মৃত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।তিনি জানান,

নবজাতকে মৃতদেহটি একটি বাজারের ব্যাগের ভেতর ভরা ছিল। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ ব্যাগে ভরে ওখানে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com