ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে দিকে ঢামেকের চতুর্থ শ্রেণির কর্মচারী অফিস সংলগ্ন রাস্তা থেকে একদিন বয়সী ওই কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।শাহবাগ থানার
উপপরিদর্শক (এসআই) মো. রয়েল জিয়া জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশে অস্থায়ী রিকশার গ্যারেজ থেকে মৃত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।তিনি জানান,
নবজাতকে মৃতদেহটি একটি বাজারের ব্যাগের ভেতর ভরা ছিল। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ ব্যাগে ভরে ওখানে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।