ইসলাম শান্তির ধর্ম। ইসলামের লক্ষ্য হলো মানুষের সমাজে শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। রাজারবাগ দরবার শরীফের পীর ও তার অনুসারীরা ইসলাম ধর্মের নামে ও পবিত্র কোরআন-হাদিসের খন্ডিত ব্যাখ্যা দিয়ে ধর্মভীরু মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষ হত্যা ও
জিহাদকে উসকে দিচ্ছে। তাদের কার্যক্রম জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে এমন তথ্য আশঙ্কা প্রকাশ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের তদন্ত প্রতিবেদনে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে রোববার এ নিয়ে শুনানি হয়। এসময়,
দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিদেশ যাত্রায় বাধা দেয়া যাবে বলে আদেশ দেয় হাইকোর্ট।হাইকোর্টে দেয়া প্রতিবেদনে আরো বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো যে উদ্দেশ্য নিয়ে মতবাদ ও কার্যক্রম চালাচ্ছে তার সঙ্গে পীর দিল্লুর রহমান, তার সহযোগী ও অনুসারীদের
কার্যক্রম সাদৃশ্যপূর্ণ।সিটিটিসির দেয়া প্রতিবেদনে জঙ্গি সম্পৃৃক্ততার তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ফতোয়ার মাধ্যমে ভিন্ন ধর্ম ও মতাদর্শীদের খুন করার আদেশ দেয় তারা। যা মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি ও আনসার আল ইসলামের ফতোয়ার মত।
এবিষয়ে রিটকারি আইনজীবী শিশির মনির বলেন, ঐ প্রতিবেদনের ভিত্তিতে রাজারবাগ দরবার শরীফ ও পীরের ওপর নজর রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া, তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে বলে আদেশ
দেয় আদালত।এর আগে, রোববার সকালে শুনানি শুরু হলে এ সংক্রান্ত মামলার নথি হাইকোর্টের সেকশন থেকে গায়েব হয়ে যায়। অসন্তোষ প্রকাশ করে দুপুর ২টার মধ্যে সেকশন সুপারকে ফাইল খুঁজে বের করার নির্দেশ দিলে দুপুরে জমা করা হয়।