1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
রাজধানীতে বাড়ল শীত, সাত জেলায় শৈত্যপ্রবাহ - ২৪ ঘন্টাই খবর

রাজধানীতে বাড়ল শীত, সাত জেলায় শৈত্যপ্রবাহ

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ বার পঠিত

দেশের প্রায় সর্বত্র আজ বসন্তের প্রথম দিনে কমেছে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ বইছে অন্তত সাত জেলায়। রাজধানীতে একদিনের ব্যাবধানেই তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আর এই তাপমাত্রা সারাদিন অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর্।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, দেশের সাত জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। এসব জেলা হলো- রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা,

চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার। ।তবে শৈত্যপ্রবাহ খুব বেশি সময় থাকবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ। তিনি বলেন, দু-এক দিন পর থেকে তাপমাত্রা বাড়তে পারে। এ সময় শৈত্যপ্রবাহ বা শীতের পরশ খুব দীর্ঘস্থায়ী হয় না বলেও জানান তিনি।

পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর দেশের ৪৩টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি প্রকাশ করে। আবদুল হামিদ বলেন, প্রায় ৭০ ভাগ স্টেশনেই আজ তাপমাত্রা কমেছে।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এক দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com