1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
রাজধানীতে গাড়ির ভেতর অর্ধগলিত লাশ - ২৪ ঘন্টাই খবর

রাজধানীতে গাড়ির ভেতর অর্ধগলিত লাশ

  • আপডেট করা হয়েছে: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৭০৭ বার পঠিত

বিজয়ের বাংলা: রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার গভীর রাতে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গত দুদিন ধরে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির একটি পেট্রলপাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, গাড়ি ভেতর ‘অর্ধগলিত’ অবস্থায় লাশটি পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঢাকা মেট্রো ঘ-১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শনিবার বিকালে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

নিখোঁজ চালকের নাম সজল কুমার ঘোষ। আর গাড়ির মালিক কামাল হোসেন ধানমণ্ডির এক বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, লাশটি চালকের বাঁ পাশের আসনে ছিল। লাশ কিছুটা বিকৃত হওয়ায় শরীরে কোনো আঘাত আছে কিনা তা প্রাথমিক পর্যায়ে বোঝা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com